15.8 C
Durgapur
Saturday, January 23, 2021

থেমে গেল গান , প্রয়াত এস পি বালাসুব্রহ্মনিয়ম

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: থেমে গেল সুরেলা সেই কণ্ঠ। অভিশপ্ত করোনা কেড়ে নিল আরও এক কিংবদন্তিকে। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান গায়ক এস পি বালাসুব্রহ্মনিয়ম (SP Balasubrahmanyam )।

করোনা সংক্রমণ নিয়ে মাসখানেক ধরেই অসুস্থ ছিলেন প্রবাদপ্রতিম এই শিল্পী । শুরু থেকেই চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার রাতে থেকে তাঁর অবস্থা সঙ্কটজনক হতে শুরু করে। হাসপাতালের তরফে প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়, লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে গায়ককে (SP Balasubrahmanyam )।

করোনা আক্রান্ত হওয়ার পর গত ৫ অগাস্ট চেন্নাইয়ের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্লাজমা থেরাপি শুরু হয়েছিল বর্ষীয়ান এই গায়কের (SP Balasubrahmanyam )। কিন্তু থেরাপি শুরুর পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

শুক্রবার ৭৪ বছর বয়সে থেমে গেল সেই সুর। পরে রইল শিল্পীর (SP Balasubrahmanyam )অজস্ৰ স্মৃতি। দক্ষিণী এই গায়কের মৃত্যুতে শিল্পীমহলে নেমে এসেছে শোকের ছায়া ।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce