28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

বাঁকুড়ায় চাকরির দাবিতে বিক্ষোভে নামল এসএসসি চাকরিপ্রার্থীরা

নরেশ ভকত, বাঁকুড়াঃ চাকরির দাবিতে সোচ্চার হলেন বাঁকুড়ার এসএসসি (SSC) চাকরি প্রার্থীরা। চাকরির দাবি জানিয়ে জেলায় জেলায় বিক্ষোভ আন্দোলন গড়ে তুলছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। সেই আঁচ এবার বাঁকুড়াতেও।

মঙ্গলবার বাঁকুড়া শহরের রাস্তায় নেমে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। ৭ দফা দাবির সমর্থনে চলে বিক্ষোভ। জেলাশাসক ও সমাহর্তা করণ প্রশাসনিক ভবনের সামনেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা ।

চাকরিপ্রার্থীদের দাবি ,যখন করোনা আবহে অন্য সবকিছুই যথারীতি চলছে তখন এসএসসি-(SSC) তে নিয়োগ বন্ধ রয়েছে কেন? এই বছরের অক্টোবর মাসের মধ্যে বিজ্ঞাপ্তি জারি করে ডিসেম্বরের মধ্যে ৯ থেকে ১২ শ্রেণী পর্যন্ত শিক্ষকদের নিয়োগ করতে হবে বলে এদিন দাবি তোলেন আন্দোলনকারীরা

সেই সঙ্গে গেজেট পরিবর্তন করে এমসিকিউ ভিত্তিতে পরীক্ষা , সমস্ত শূন্য পদে নিয়োগ , পূর্ণ প্যানেল ঘোষণা করার দাবি জানান তারা । এবং রাজ্য প্রশাসনের কাছে প্রতি বছর এসএসসি (SSC)তে নিয়োগের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে। বিক্ষোভে অংশ নেন বাঁকুড়া অঞ্চলের বহু এসএসসি চাকরি প্রার্থীরা ।

এই মুহূর্তে

x