29 C
Durgapur
Monday, August 2, 2021

কোভিড ১৯(Covid 19) মহামারীতে মানুষের পাশে দাঁড়ানো

কোভিড ১৯ (Covid 19) মহামারীতে মানুষের পাশে দাঁড়ানো

জলপাইগুড়ি:: কোভিড ১৯ (Covid 19)মহামারীতে মানুষের পাশে দাঁড়ানো , আক্রান্ত মানুষকে সাধ্যমতন সেবা দেওয়ার মহতী উদ্যোগ গ্রহণ করলো কেন্দ্রীয় সরকারী পেনশনার্স সমিতি জলপাইগুড়ি জেলা শাখা। শনিবার জলপাইগুড়ি জেলা রেড ভলেন্টিয়ার্সদের সদস্যদের কুর্নিশ জানানো হয় এবং এই মহতী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার উদ্দেশে শুভেচ্ছা জানানো হয়। এদিন তাদের পাশে দাঁড়িয়ে আর্থিকভাবে সহায়তা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল মিত্র, উত্তম সরকার,ডেপুটি সম্পাদক ও যুগ্ম কনভেনর,(পেনশনার্শ সংগঠন সমূহের যুক্ত মঞ্চ),প্রণব ভট্টাচার্য্য, সম্পাদক সহ অন্যান্যরা।

এই মুহূর্তে

x