ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা আক্রান্ত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) । সেই কারনে করোনা বিধি মেনেই সম্পন্ন হবে তাঁর হবে শেষযাত্রা ও শেষকৃত্য । দিল্লির লোধি রোড শ্মশানে পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য ।
এদিন সকাল থেকেই ১০ নম্বর রাজাজি মার্গের বাসভবনে প্রয়াত রাষ্ট্রপতিকে শেষশ্রদ্ধা জানাতে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,উপরাষ্ট্রপতি বেঙ্কইয়া নাইডু, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ , লোকসভার স্পিকার ওম বিড়লা সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা । শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহুল গান্ধীও ।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির (Pranab Mukherjee) মরদেহ নিয়ে আসার আগেই স্যানিটাইজ ও পরিষ্কার করা হয়েছে গোটা রাজাজি মার্গ । উল্লেখ্য, রাষ্ট্রপতি জীবন থেকে অবসরের পর থেকে ১০ নম্বর রাজাজি মার্গই হয়ে উঠেছিল প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) ঠিকানা। রাষ্ট্রপতি হওয়ার আগে অবশ্য তাঁর ঠিকানা ছিল ১৩ নম্বর তালকোটরা রোড । রাষ্ট্রপতি মনোনীত হওয়ার আগে তাঁর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের অন্যতম সাক্ষী দিল্লির এই ঠিকানা।