29 C
Durgapur
Monday, August 2, 2021

ধরধরোরা ও করলা নদীর সংযোগ স্থলে এবার বসতে চলেছে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda)মূর্তি

ধরধরোরা ও করলা নদীর সংযোগ স্থলে এবার বসতে চলেছে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) মূর্তি

জলপাইগুড়ি:: ধরধরোরা ও করলা নদীর সংযোগ স্থলে এবার বসতে চলেছে স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) মূর্তি।sjdaএর উদ্যোগে এই মূতি বসানোর কাজ শুরু হবার কথা জানিয়েছেন সমাজ ও নদী বাচাও কমিটির আহবায়ক সঞ্জীব চ‍্যাটাজী। sjdaএর একটি দল ও সদর গার্লস সংলগ্ন এলাকায় করলা ও ধরধরোরার সংযোগ জায়গায় কিভাবে মূতি বসানো যাবে সেটাও দেখেছেন বলে সঞ্জীব বাবু জানিয়েছেন।

এই মুহূর্তে

x