30.2 C
Durgapur
Monday, June 14, 2021

অস্থায়ী কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ২ দিনের কর্মবিরতি বিষ্ণুপুরে

অস্থায়ী কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ২ দিনের কর্মবিরতি বিষ্ণুপুরে

নরেশ ভকত, বাঁকুড়াঃ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মীরা ২ দিনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি চলছে। সেইমত আজ ২ রা ফেব্রুয়ারি মঙ্গলবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাবস্টেশনের পাওয়ার হাউসের সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এক অস্থায়ী কর্মী বলেন, আমাদের আজও বিদুৎ শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। আমাদের যা বেতন তা দিয়ে সংসার চলে না। এছাড়াও তিনি আরো বলেন আমাদের দাবি ২১ হাজার ৬০০ টাকা বেতন দিতে হবে, বিদ্যুৎ শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, ৬০ বছর পর্যন্ত আমাদের কাজের নিশ্চয়তা দিতে, অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। আমাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।

এই মুহূর্তে

x