29 C
Durgapur
Monday, August 2, 2021

করোনা (Corona) অতিমারিতে স্টুডেন্টস হেলথ হোম

করোনা (Corona) অতিমারিতে স্টুডেন্টস হেলথ হোম

জলপাইগুড়ি: করোনা (Corona) অতিমারিতে স্টুডেন্টস হেলথ হোমের কাজে উৎসাহিত হয়ে তাদের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে তাদের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি জেলা স্কুলের ১৯৮৭ সালের প্রাক্তনীরা । রবিবার স্টুডেন্টস হেলথ হোম কর্তৃপক্ষের হাতে সংগৃহিত আর্থিক অনুদান তুলে দেন প্রাক্তনীরা। উদ্যোক্তারা জানান প্রতিদিন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে , তাতে মানুষকে সচেতন হতে হবে। এই করোনা পরিস্থিতে সমাজের মানুষের কল্যাণের জন্য জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোম যে ভাবে করোনা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাই আমরা এদিউ সংস্থার হাতে আর্থিক অনুদান তুলে দিলাম। ওনারা কাজ করে এগিয়ে যাক। আগামী দিনে আমরা সেবা মূলক কাজে নিজেদের এই ভাবে এগিয়ে নিয়ে যাবো এবং মানুষের পাশে দাঁড়িয়ে সেবা মূলক কাজ করবো।

Students Health Home in Corona

এই মুহূর্তে

x