31.3 C
Durgapur
Monday, July 26, 2021

ছোট্ট যুবানের গালে আলতো চুমু শুভশ্রীর ; ভাইরাল ছবি

ডিজিটাল ডেস্ক,জেলার খবর: কোলে ছোট্ট যুবান, গালে আলতো চুমু । এইভাবেই ছেলের সঙ্গে আদুরে ছবি শেয়ার করলেন শুভশ্রী (Subhashree Ganguly)

নিজের ইনস্টা হ্যান্ডেলে ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করে শুভশ্রী (Subhashree Ganguly) লিখেছেন , ‘মাই লিভিং ডল’। স্টার কিড বলে কথা , তাই মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে একরত্তির যুবানের এই ছবি।

হাসপাতাল থেকেই সোশ্যাল মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে রাজ-শুভশ্রীর জীবনের এই নতুন সদস্য। কখনও হাসপাতালের মধ্যেই যুবানকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে পরিচালক রাজ চক্রবর্তীকে। আবার কখনও ঘরের ড্রয়িং রুমে বসে ছেলেকে আদর করে কলকাতা চেনাচ্ছেন বাবা ।

সে যাই হোক জন্মের পর থেকেই ফ্যান ফলোয়িংয়ে খামতি নেই যুবানের। কখনো বাবা কখনো মা , সবার সাথেই নিজের স্টাইলে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে এই ক্ষুদে ।

এই মুহূর্তে

x