29 C
Durgapur
Monday, August 2, 2021

জলমগ্ন জলপাইগুড়ি শহরের (Jalpaiguri town)বিস্তারিত এলাকা

জলমগ্ন জলপাইগুড়ি শহরের(Jalpaiguri town) বিস্তারিত এলাকা

জলপাইগুড়ি:: জলমগ্ন জলপাইগুড়ি শহরের (Jalpaiguri town)বিস্তারিত এলাকা।কয়েক দিন থেকে অনবরত বৃষ্টি চলছে গোটা উত্তর বঙের সাথে জলপাইগুড়ি তে।বৃষ্টির ফলে জলপাইগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড জলের তলায়।জলবনদী অবস্থায় থাকলো পানডা পাড়া,মহমায়া পাড়া,জয়ন্তী পাড়া ,হরিজন বসতি,।এর সাথে পুলোটাই জলবনদী অবস্থায় থাকল দুই নম্বর ঘুমটির একটি বিশাল এলাকা।জল জমে যাবায় চরমভাবে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে অনেক মানুষ কেই।চলাচল থেকে যাতায়াত কোনটাই তারা করতে পারেনি।বছরের এই প্রথম বষার জল জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় উঠলো আজ।

এই মুহূর্তে

x