28 C
Durgapur
Friday, May 7, 2021

প্রাচীন রীতি মেনে কালীর সঙ্গে দুর্গাপুজোর আয়োজন সিউড়িতে

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: প্রাচীন রীতি মেনে কালীর সঙ্গে দুর্গাপুজোর আয়োজন হয় সিউড়িতে। প্রায় ১৩৭ বছর আগে বর্তমান বাংলাদেশের কুমিল্লায় শুরু হয়েছিল এই কালীপুজোর (Kalipuja) ।

হরিহর চক্রবর্তী প্রথমে এই দুর্গাপুজোর শুরু করেছিলেন কিন্তু দুর্গাপুজো চলাকালীন স্থির হয় প্রতিমা ভাসান দেওয়া হবে না। তারপর থেকে কালী পুজোয় (Kalipuja) কালীর সাথে মা দুর্গার আরাধনা শুরু । সেই প্রাচীন রীতি এখনো চলে আসছে ঠাকুর পরিবারে।

হরিহর চক্রবর্তীর বর্তমান বংশধরেরা এপার বাংলায় চলে আসার পর থেকে সিউড়ি ডাঙ্গালপাড়াতেই জাঁকজমকভাবে পুজো হয়ে আসছে। কিন্তু এবছর করোনা আবহে দুর্গাপুজোয তেমন জাঁকজমক না হলেও কালীপুজো উপলক্ষ্যে অনেক ভক্তের সমাগম হয়েছে।

দুর্গাপুজোর সঙ্গে অষ্টমীর দিন শক্তির দেবী মা কালীর প্রাণ প্রতিষ্ঠা হয় , তার পর থেকে নিত্য পুজো হয়ে থাকে । কালী পুজোয় (Kalipuja) পূজিত হন সপরিবারে দেবী দুর্গা আর দুর্গাপুজোতে হয় কালীপুজো। এইভাবেই শক্তি আরাধনার সাথে সাথে দুর্গা আরাধনায় মেতে ওঠে গোটা পরিবার

এই মুহূর্তে

x