29 C
Durgapur
Friday, May 7, 2021

বেতন কাঠামো পুনর্বিন্যাস, স্থায়ীকরণ সহ একগুচ্ছ দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন এন এইচ এম কর্মীদের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: বেতন কাঠামো পুনর্বিন্যাস, স্থায়ীকরণ সহ একাধিক দাবিকে সামনে রেখে প্রতীকী কর্মবিরতিতে সামিল হলেন এন এইচ এম (NHM) কর্মীরা |

ওয়েস্ট বেঙ্গল হেলথ মিশন জয়েন্ট এসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার এই কর্মসূচি গৃহীত হয় | এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে জমায়েত করে নিজেদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হন স্বাস্থ্যকর্মীরা (NHM) |

তাঁদের বক্তব্য, কোভিড পরিস্থিতিতে গ্রামীণ, মহকুমা, জেলা হাসপাতাল, সাব সেন্টারের পাশাপাশি গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন তারা, অথচ যথাযথ স্বীকৃতি থেকে তারা বঞ্চিত। এমনকি মেলে না সরকারি অন্যান্য সুযোগ সুবিধা ও পরিষেবাটুকুও ।

তাই এদিন চাকরির নিশ্চয়তা, শূন্যপদ পূরণ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস সহ একাধিক দাবিকে সামনে রেখে কর্মবিরতি পালন করেন এন এইচ এম (NHM) কর্মীরা|

এই মুহূর্তে

x