24 C
Durgapur
Tuesday, April 20, 2021

সোমবার থেকে ভক্তদের জন্য খুলছে তারাপীঠ মন্দির

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনার কারনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজ্যের অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান ।
সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত । তবে এবার ধীরে ধীরে সেগুলি খুলে দেওয়ার তৎপরতা শুরু হয়েছে । সোমবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির (Tarapith Temple)

শনিবার সেবাইত কমিটির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মন্দিরের সেবাইত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, শনিবার মন্দিরের সেবাইতদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

মন্দির (Tarapith Temple) খুলে দেওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে চলবে পুজো পাঠ । প্রসঙ্গত রাজ্যে বাড়তে থাকা সংক্রমণের জেরে গত ১ আগস্ট থেকে বন্ধ ছিল তারাপীঠ মন্দিরের (Tarapith Temple) দরজা । দীর্ঘদিন ধরে মন্দির বন্ধ থাকার জেরে এতদিন সমস্যায় পড়েছিলেন মন্দির সংলগ্ন দোকানের ব্যবসায়ীরা ।

লকডাউনের জেরে রুজিরুটি বন্ধ থাকায় সংসার চালাতে গিয়ে সমস্যা হচ্ছিল তাদের । ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হলে তাদের আয়ের পথ কিছুটা হলেও সুগম হবে বলেই মনে করা হচ্ছে।

এই মুহূর্তে

x