নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনা সংক্রমণ সারা দেশের পাশাপাশি জেলা জুড়ে ক্রমশ বেড়েই চলেছে। লকডাউন , করোনার পাশাপাশি তরিতরকারির মূল্য বৃদ্ধিতে নাস্তানাবুদ মধ্যবিত্ত। সব্জি থেকে শুরু করে আলু , মূল্যবৃদ্ধির ফলে এই মহামারী পরিস্থিতির মধ্যে আরও বেশি করে সমস্যায় পড়ছেন আমজনতা ।
মূল্যবৃদ্ধির অভিযোগ পেয়ে সব্জি ও আলুর দাম খতিয়ে দেখতে মঙ্গলবার বাজারে হানা দিল কৃষি বিপনন দপ্তর ও টাস্কফোর্স (Task force)। বাঁকুড়ার বিভিন্ন বাজারে সব্জি ও আলুর দাম খতিয়ে দেখেন দফতরের সদস্যরা।
সরকার নির্ধারিত দামের চেয়ে আলুর দাম কেন বেশি নেওয়া হচ্ছে সেবিষয়েও খতিয়ে দেখেন তাঁরা (Task force) । পাইকারি থেকে খুচরো বাজার , সমস্ত ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেন ।
তবে বাজারে গিয়ে এদিন চক্ষু চড়কগাছ হয়ে যায় টাস্কফোর্সের (Task force) আধিকারিকদের। বাজারে দেখা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে তিন থেকে চার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আলু । ব্যবসায়ীদের কাছে বেশি দামে আলু কেনার জন্যই বেশি দামে আলু বিক্রি করতে হচ্ছে বলে জানান বাজারের খুচরো ব্যবসায়ীরা। ফল স্বরূপ , অতিরিক্ত টাকা গুনতে হয় সাধারণ ক্রেতাদের।