31.3 C
Durgapur
Monday, July 26, 2021

বিক্ষোভে সামিল হলেন বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীরা

নরেশ ভকত, বাঁকুড়াঃ বিষ্ণুপুরে নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার সমস্ত কলেজের অস্থায়ী (Temporary) শিক্ষাকর্মীরা ।

একাধিক দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার প্রায় ৪১ জন (Temporary)শিক্ষাকর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন।

কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীদের স্থায়ীকরণ ও সরকারি স্বীকৃতি , ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরী নিশ্চিতকরন ,সরকারি নির্দেশ নামা 3998-F(P2) লাগু সহ একাধিক দাবিতে হাতে পোস্টার নিয়ে কলেজের সামনে বসে চলে আন্দোলন । সেই সঙ্গে অনবরত নিজেদের দাবি-দাওয়া সম্বলিত স্লোগান দেন তারা।

এই মুহূর্তে

x