26.8 C
Durgapur
Monday, August 2, 2021

স্নান করতে গিয়ে তিস্তার (teesta)জলে তলিয়ে (drowned)গেল দশ বছরের এক শিশু

স্নান করতে গিয়ে তিস্তার(teesta) জলে তলিয়ে(drowned) গেল দশ বছরের এক শিশু

জলপাইগুড়ি‌:: বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তিস্তার(teesta) জলে তলিয়ে (drowned) গেল দশ বছরের এক শিশু। কয়েক ঘন্টা‌ ধরে খোঁজাখুঁজির পর‌ও উদ্ধার করা যায়নি ওই শিশু‌কে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি‌র সুকান্ত নগর কলোনি এলাকায়।

জানা গেছে শিশু‌টির নাম আকাশ মহম্মদ। জলপাইগুড়ি শহরের সুকান্ত নগর কলোনি এলাকার বাসিন্দা ওই শিশুটি এদিন দুপুরে বন্ধুদের সঙ্গে নদীর জলে স্নান করতে গিয়েছি‌ল। নদীর গভীর‌তায় সাঁতার কাটতে গিয়ে আচমকাই তলিয়ে যায় শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃত শিশু‌র পরিবারের লোকেরা। এই ঘটনায় কান্না‌য় ভেঙে পড়ে‌ন তারা।

এই মুহূর্তে

x