উদয় সিং , আসানসোল: রবিবার ছুটির দিনে বেআইনি (Illegal) বালিঘাটের বিরুদ্ধে অতর্কিতে অভিযান চালালো প্রশাসন । এদিন পুলিশ প্রশাসনের বিশালবাহিনী , বিএলআরও ,এসডিএলআরও দপ্তরের সাথে রানীগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা যৌথভাবে দামোদর নদ এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। ভেঙ্গে দেওয়া হয় দামোদর তীরে গজিয়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ (Illegal) বালি ঘাট। দামোদরের যে ঘাটগুলি থেকে যেখান থেকে অবৈধভাবে বালি তোলার কাজ করছিল একশ্রেণীর বালি মাফিয়ারা এদিন সেই সকল ঘাটগুলিতে অন্যায় ভাবে গড়ে ওঠা বেশ কিছু ঝুপড়ি ঘর ভেঙে দেয় প্রশাসন । সেই সঙ্গে মোট তিনটি অবৈধ (Illegal)বালিঘাট এদিন ভরাট করে দেয় ।
উল্লেখ্য গত কয়েকদিন আগে এলাকার বাসিন্দারা এলাকার রাস্তা ভাঙাচোরা হয়ে যাওয়ার কারণ হিসেবে ওই এলাকা দিয়ে অবৈধভাবে বালির গাড়ি যাতায়াতকেই দায়ী করে। অবৈধ বালি পাচারের অভিযোগে থানায় লিখিত অভিযোগও জানান তারা । রবিবার সেই অভিযোগের প্রেক্ষিতে অতর্কিতে অভিযান চালায় পুলিশ প্রশাসন ও বিএলআরও দপ্তর । এদিন তিনটি মাটিকাটা যন্ত্রাংশ যা ওইসব ঘাটে বালি কাটার কাজে ব্যবহৃত হত সেগুলির চাবি না থাকায় তার ছবি তুলে, আরটিও দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে।