মনোজিৎ গোস্বামী, কাঁকসা: জঙ্গল থেকে নিখোঁজ (Missing) শিশুর বস্তা বন্দি দেহ উদ্ধার । বুদবুদের রণডিহার ঘটনা। রবিবার সকালে রাস্তার ধারের এখন পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয় দেহ। জানা গেছে, গত শুক্রবার থেকে নিখোঁজ (Missing) ছিল বছর সাতেকের সানি বাগদি । এলাকায় দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ না মেলায় শিশুটির বাবা-মা বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
রবিবার সকালে স্থানীয়রা রাস্তার ধারে বস্তাবন্দী মৃতদেহ দেখতে পেয়ে বুদবুদ থানায় খবর দেয়। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । ঘটনায় অভিযুক্ত নিলু বাগদিকে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে স্থানীয়রা । পরিস্থিতি উত্তপ্ত থাকায় র্যাফ মোতায়েন রয়েছে এলাকায়।