উদয় সিং, জামুড়িয়া: অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে (Recover) কেন্দ্র করে চঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সকালে জামুড়িয়ার নন্ডী এবং জামবাদের মাঝখানের মাঠ থেকে দেহটি উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দা সন্তোষ মাজী নামে এক ব্যাক্তি মাঠে চাষের ধান দেখতে গেলে মাঠের মধ্যে বৃদ্ধের মৃতদেহটি দেখতে পায় । জামুড়িয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার (Recover) করে নিয়ে যায় ।
স্থানীয়রা জানান, আগে ওই বৃদ্ধকে কেউ তারা এলাকায় দেখেন নি। কিভাবে মৃত্যু হল বৃদ্ধের ? তার নাম-পরিচয়ই বা কি ? জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।