29 C
Durgapur
Monday, August 2, 2021

নাবালক ও নাবালিকার (minors)মোহর বন্ধ করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও চাইল্ড লাইন

নাবালক ও নাবালিকার (minors) মোহর বন্ধ করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (Legal Services Authority) ও চাইল্ড লাইন

জলপাইগুড়ি: মন্ডল ঘাট গ্রাম পঞ্চায়েত এরিয়ার নাবালক ও নাবালিকার (minors) মোহর বন্ধ করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (Legal Services Authority) ও চাইল্ড লাইন । জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক মনোজ কুমার রায় জানান, অজানা সূত্র মারফত খবর আসে , মণ্ডল ঘাট অঞ্চল এরিয়ার ফান্দাইদ পারা এলাকায় এক নাবালক ছেলের বাড়িতে এক নাবালিকা চলে আসে, সেই মত আমরা এখানে আসি, এবং জানতে পারি যে মোহর হওয়ার সিদ্ধান্ত নেয়, ছেলের বাড়ি প্রথমে ঠিক মত সহযোগিতা না করলে অনেক বোঝানোর পর দুই পক্ষকে বসিয়া বাল্যবিবাহ আইন, এবং পস্কো আইন সম্পর্কে বোঝানো হয়, এর পাশাপাশি আইন অনুযায়ী 18, 21 বছর না হওয়া পর্যন্ত ছেলে ও মেয়ে নিজ নিজ বাড়িতে থাকবে,, এই অঙ্গীকার দুই পরিবার কে করানো হয়।

সেদিন ঘটনা স্থলে উপস্থিত ছিলেন আইনি সহায়ক মনোজ রায়, সুধাংশু রায়, ও চাইল্ড লাইন মেম্বাররা।

এই মুহূর্তে

x