শুভময় পাত্র, বীরভূম: পরম্পরা মেনে বিশ্বভারতীতে (Visva-Bharati) পালিত হল হলকর্ষণ উৎসব। বুধবার হলকর্ষণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল । প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্বভারতীতে (Visva-Bharati) বৃক্ষরোপণ এর পরের দিন উদযাপিত হয় হলকর্ষণ উৎসব ।
কৃষিকাজের উৎসাহ দিতে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৮ সালে শ্রীনিকেতনে শুরু হলকর্ষণ উৎসবের সূচনা করেন। তাঁর পপির থেক্কেইসি হলে আসছে এই পরম্পরা । কবিগুরুর গ্রাম কেন্দ্রিক যে চিন্তাভাবনাকে পূর্ণ মর্যাদা দিতে শ্রীনিকেতনে তৈরি হয়েছিল পল্লী শিক্ষা ভবন , আর এই পল্লী শিক্ষা ভবনের উদ্যোগেই পালিত হয় হলকর্ষণ উৎসব । অন্যান্য বছর ২৩ শে শ্রাবণ এই উৎসব পালিত হলেও এবার বিশ্বভারতী কতৃপক্ষের নির্দেশে ২৭ শে শ্রাবণ পালিত হল উৎসব।
আনুষ্ঠানিকভাবে এদিনের হলকর্ষণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল জাগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী । প্রথমদিকে কিছুটা বিরম্বনা সৃষ্টি হলেও পরে অবশ্য শান্তিপূর্ণভাবেই হলকর্ষণ উৎসব অনুষ্ঠিত হয়। যে জায়গায় প্রতীকী হাল চালানোর জন্য তৈরি করা হয়েছিল সেখানে হালের বলদ লাঙ্গল ছেড়ে পালিয়ে যায় । পরে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে হাল চালানো হয়। তারপর সেই জায়গায় ফেলা হয় ধানের বীজ ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা দিনটিকে বিশেষভাবে পালন করেন।
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই সমস্ত রকম নিয়ম কানুন মেনে একেবারে ঘরোয়া পরিবেশে অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়েই এবারের হলকর্ষণ উৎসব পালন করে বিশ্বভারতী (Visva-Bharati) কর্তৃপক্ষ।