31.8 C
Durgapur
Thursday, February 25, 2021

জমি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো স্থানীয় যুব সমাজ

উদয় সিং,সালানপুর: জমি মাফিয়াদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালো স্থানীয় (Local) যুব সমাজ । শুক্রবার সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের কাছে জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান লেফট ব্যাংক এলাকার বাসিন্দা ওই যুবকরা । তাদের অভিযোগ, সালানপুর ব্লকের হদলা মৌজার মধ্যে ইদানিং জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত বেড়েছে । হদলা মৌজার বিভিন্ন খাসজমির (ভেস্টেড) জালিয়াতি পাট্টা করে জমি মাফিয়ারা তা বিক্রি করছে বলে অভিযোগ ।

এদিন সাংবাদিক সম্মেলন করে স্থানীয় ব্লক প্রশাসন,বিএলআরও,পুলিশ-প্রশাসন,বারাবনি বিধায়ক এবং জেলা প্রশাসনের কাছে এই খাস জমির সঠিক তদন্তের দাবি জানায় তারা । প্রশাসন ব্যবস্থা না নিলে স্থানীয় যুব সমাজ আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও জানায় তারা ।

স্থানীয় (Local) বাসিন্দা বিজয় সিং জানান , হদলা মৌজায় খাস জমিকে কেন্দ্র করে জমি মাফিয়ারা জালিয়াতি করছে ।
জাল পাট্টা বানিয়ে চড়া দামে বিক্রি করছে খাস জমি । এদিন সংবাদমাধ্যমের দ্বারা স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন করেন যে, এলাকায় যে গরীব-অসহায় মানুষরা রয়েছে, যাদের মাথার উপর ছাদ নেই, তাদের এই খাস জমির উপর অধিকার কিন্তু তারা এই জমি পাচ্ছে না । যখন বর্তমান সময়ে খাস জমির উপর পাট্টা হচ্ছে না তাহলে কি করে জমি মাফিয়ারা জমির পাট্টা তৈরি করছে এই নিয়েও বিএলআরও-র কাছে প্রশ্ন তোলেন তারা।

জানতে চান, এই সমস্যার তদন্ত হবে কিনা? যদি না হয় তবে তারা (Local) বৃহত্তর আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দেন । এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনুজ সিং, রাম কুমার মিশ্র,বান্টি গুপ্তা,মনোজ সিং, রোহিত রাম সহ আরো অনেকে।

এই মুহূর্তে

x

shell indir php shell php shell web shell php shell indir shell bypass php shell Exploit,Web hack Tools https://phpshellscripts.com/ 7dak Sultanbeyli Antika Eşya Alanlar okey oyunu antika alanlar ko cuce ko cuce şirinevler escort şişli escort mecidiyeköy escort taksim escort topkapı escort