24.9 C
Durgapur
Tuesday, April 20, 2021

নিজেই নিজের বিয়ে রুখল নাবালিকা

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: স্বপ্ন পড়াশোনা করে বড় হওয়ার , কিন্তু মেয়েদের যে স্বপ্ন দেখা বারন ! তাই ভালো পাত্র দেখে পাত্রস্থ করে দেওয়া এই সমাজের রীতি। তাতে মেয়ের বয়স নাই বা হল ১৮ ? তাতে কি আর আসে যায়।

এই ভেবেই হয়তো চুপিসারে নাবালিকা মেয়ের (Minor girl) বিয়ের আয়োজন করেছিল তার পরিবার। কিন্তু, যাদের স্বজাতি আজ ফাইটার জেট আকাশে ওড়ায় তারা এতো সহজে হার মানবে কিভাবে? তাই নিজের নিয়ে রুখতে প্রশাসনের দ্বারস্থ হল নাবালিকা (Minor girl) নিজেই। রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের নূতন মদনপুর এলাকার ঘটনা।

শনিবার আরও পড়াশোনা করার আর্জি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজের বিয়ে রুখল নাবালিকা (Minor girl) । তড়িঘড়ি পুলিশ প্রশাসনের সাথে সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকরা ওই ছাত্রীর বাড়ি পৌঁছে তার বিয়ে আটকানোর ব্যবস্থা নেয়। সেই সঙ্গে পরিবারের সদস্যদের তারা জানান, ১৮ বছর বয়সের আগে কেন মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয় ? সেই সঙ্গে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া হলে তা যে দণ্ডনীয় অপরাধ , সে কথাও উল্লেখ করেন।

এদিন নাবালিকা (Minor girl) ওই ছাত্রীর আগামীতে পড়াশুনোর সমস্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় প্রশাসন।

এই মুহূর্তে

x