26.8 C
Durgapur
Monday, June 21, 2021

মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরি, এলাকায় চাঞ্চল্য

সোমনাথ মুখার্জী,অন্ডাল: অন্ডালের উখরা ফাঁড়ি এলাকায় মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরির (Theft) ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল । ঘটনাটি ঘটেছে উখরা পুরানো সন্ন্যাসী কালী মন্দিরে। প্রাচীন এই মন্দিরে এভাবে চুরি (Theft) এর আগে কখনো হয়নি বলেই জানান মন্দিরের পুরোহিত প্রসাদ পান্ডে ।

মঙ্গলবার সকালে মন্দির খুলতে এসে মন্দিরে রাখা প্রণামী বাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান পুরোহিত । তিনি জানান, প্রণামী বাক্স ভাঙার পাশাপাশি মন্দিরে লাগানো সিসি ক্যামেরার তারও কেটে দেয় দুষ্কৃতীরা। মন্দিরের এই প্রণামী বাক্স বছরে একবার কালি পুজোর সময় খোলা হয়। বছর শেষে ওই প্রণামী বাক্স থেকে প্রায় ২০-২৫ হাজার টাকা পাওয়া যায়। ফলে এই বাক্স থেকে এদিন ঠিক কত টাকা খোয়া (Theft) গিয়েছে তা সঠিক বলা যাচ্ছেনা।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে উখরা ফাঁড়ির পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

এই মুহূর্তে

x