25.4 C
Durgapur
Friday, April 16, 2021

ফের কাঁকসা থানা ঘেরাও করল আদিবাসীরা

মনোজিৎ গোস্বামী, কাঁকসা: গতকালের পর আজ ফের কাঁকসা থানা ঘেরাও করল আদিবাসীরা (Tribals) । সোমবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গভীর রাত পর্যন্ত থানা ঘিরে বিক্ষোভে দেখায় কাঁকসার গোপালপুর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন (Tribals)। প্রায় শ’ তিনেক গ্রামবাসী লাঠি , টাঙ্গি , তীর ধনুক নিয়ে থানা ঘিরে ফেলে।

তাদের দাবি, সোমবার গোপালপুর গ্রাম পঞ্চায়েতে যে সকল পঞ্চায়েত কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। সন্ধ্যে থেকেই এই দাবিতে কাঁকসা থানা ঘেরাও করে তারা । মঙ্গলবার সকালেও একই দাবিতে ফের শুরু হয় আদিবাসীদের বিক্ষোভ।

বিস্তারিত আসছে…

এই মুহূর্তে

x