33.7 C
Durgapur
Monday, June 14, 2021

হাতির প্রবেশে আতঙ্কিত গ্রামবাসীরা

নরেশ ভকত, বাঁকুড়া, জেলার খবর : ঠান্ডায় হারহিম করা রাতে ঠিক 10 টা নাগাদ দুটি হাতি (Elephant) কে দেখাযায় মেদিনীপুর রেঞ্জ থেকে বাঁকাদহ রেঞ্জে প্রবেশ করতে ।

তারপর ভোর বেলায় দুটি হাতি দুই দিকে ভাগ হয়ে যায়। একটি হাতি (Elephant) জয়পুরের বেলসুলিয়া গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ করে ও অপরটি কোষী বাগান জঙ্গলে অবস্থান করেছে । স্বাভাবিক ভাবেই আতঙ্কে রয়েছেন ওই এলাকার কৃষকরা কারণ এই মুহূর্তে মাঠের মধ্যে আলু, শসা, করলা সহ শীতকালীন একাধিক ফসলের চাষ ।

হাতির দল সেখানে ঢুকলে কৃষকদের অনেক বড় ক্ষয় ক্ষতির হতে পারে , তাদের এতদিনের ফলানো সামগ্রী এক নিমেষে তচনচ করে দেবে । গত বর্ষাতেও হাতির দল এসে পাকা ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি করে ছিলো, সেই আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই পুনরায় হাতির ( Elephant) আতঙ্কে এলাকার চাষিবাসী মানুষ সহ এলাকার শ্রমজীবী মানুষের ।

এই মুহূর্তে

x