28.5 C
Durgapur
Thursday, June 24, 2021

দলছুট হাতির প্রবেশে আতঙ্কে গ্রামবাসী

নরেশ ভকত ,বাঁকুড়া, জেলার খবর : ছোট বেলায় হাতি (Elephant) দেখার কথা অনেকেই আমাদের পরিবারের কাছে অনেকেই শুনেছেন কিন্তু এই হারহিম করা শীতের আমেজে ঘুম থেকে উঠতে না উঠতেই সকাল সকাল হাতির আতঙ্কে আতঙ্কিত বাঁকুড়ায় প্রত্যেকটি মানুষ । ইন্দপুর রেঞ্জের অন্তর্গত বাঁকুড়ার ১ নম্বর ব্লকের কালপাথর গ্রামে ঢুকে পরে একটি দলছুট হাতি (Elephant) এবং স্থানীয় এলাকা বাসীরা সেই হাতি টিকে দেখে বনদপ্তরে খবর দেয় , বনদপ্তর থেকে লোক আসার আগে স্থানীয় এলাকার মানুষ ঢাকঢোল পিটিয়ে সবাইকে সচেতন করে যাতে কেউ ঘর থেকে না বেরহয় । বনদপ্তর থেকে লোক আসার পর তাদের দেখে আতঙ্কিত প্রত্যেকটি মানুষ অনেকটাই নিশ্চিত হন ।

স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন যে , স্থানীয় কোনো ছোট জঙ্গল এলাকা থেকে রাস্তা ভুল করে এই গ্রামে ঢুকে পড়ে হাতিটি এবং সেই হাতিটিও মানুষগুলি কে ভীষণ ভাবে ভীত হয়ে পড়ে এদিক ওদিক ছুটে চিৎকার করতে শুরু করে দেয় । তার এই ছোটাছুটিতে অনেক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা গেছে । হাতিটি গ্রামে ঢুকতেই গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক । করোনার আতঙ্ক আজ প্রায় ছয় মাসেরও বেশি সকল মানুষ কে তটস্থ করে তুলেছে আজ এই হাতির (Elephant) আতঙ্ক আরো যেনো বাঁকুড়ার সকল মানুষকে ভাবিয়ে তুললো । এর আগে বাঁকুড়ায় বহুবার হাতির (Elephant) দেখা মিলেছে কিন্তু স্থানীয় সূত্রে খবর এর আগে কখন এই এলাকায় হাতির দেখা মিলেনি । তাই হাতি দেখে নতুন করে চিন্তিত এলাকার মানুষ ।

এই মুহূর্তে

x