24 C
Durgapur
Tuesday, April 20, 2021

টানা বৃষ্টির জের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি

নরেশ ভকত, বাঁকুড়াঃ টানা বৃষ্টিতে ভেঙে (Collapse) পড়ল আস্ত একটা বাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের দশরথবাটি গ্রামে । যদিও এই ঘটনায় কেউ হতাহত হয় নি । তবে ঘরের যাবতীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।

জানা গেছে, বাড়িটি কৃষ্ণ চন্দ্র মেদ্যার । স্ত্রী ও ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকেন তিনি । মাথা গোঁজার আশ্রয় ভেঙে (Collapse) পড়ায় বর্তম্মানে নিঃস্ব হয়ে পড়েছেন । এই মূহুর্তে থাকার কোনো জায়গা নেই।

তিনি জানান ,এদিন স্ত্রী ও ছেলেকে নিয়ে কোনো রকম প্রাণে বেঁচেছেন। মাথা গোঁজার কোনো স্থানটুকুও নেই । সরকারি সাহায্যের আৱেদন করেছেন তিনি । ঘটনার খবর পেয়ে বাঁকুড়া হিতৈষীর কর্মীরা এদিন ওই ব্যক্তির পাশে দাঁড়ান এবং পাঁচ দিনের খাদ্যসামগ্রী দেন। ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক শেখ হামিদ । শেখ হামিদ বলেন, আমরা এই পরিবারের পাশে আছি এবং পরবর্তীতে যাতে সম্পূর্ণ ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থা করছি।

এই মুহূর্তে

x