শুভময় পাত্র, জেলার খবর বীরভূম : বীরভূম জেলা সমাহর্তা মৌসুমী গোদারা বসুর বাংলোতে যে কয়েকজন কর্মী কাজ করেন তাদের মধ্যে তিন জনের করোনা (corona) পজিটিভ এর খবর পাওয়া গেছে। গতকাল রিপোর্ট আসার আগে পর্যন্ত তারা সকলেই জেলা শাসকের সান্নিধ্যে ছিলেন এবং রীতিমত সমস্ত রকম কাজ কর্ম করে গেছেন। এই ঘটনার পরে পরেই জেলাশাসক মৌসুমী গোদারা বসুকে হোম আইসোলেশন করা হয়। গোটা বাংলো সিউড়ি পৌরসভার পক্ষ থেকে সংক্রমণমুক্ত (corona) করতে স্যানিটাইজ করা হয়।
যে সমস্ত উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা জেলাকে করোনা (corona) সংক্রমণ থেকে বাঁচাতে বিভিন্ন রকম পদ্ধতি ও পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছেন বহু প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে। এখন তারাই রীতিমতো আতঙ্কে। কারণ বীরভূম জেলা শাসক এর বাংলাতে তিন জনের শরীরে মিলেছে করণা পজেটিভের রিপোর্ট। আর তাদের সান্নিধ্যেই ছিলেন জেলাশাসক নিজেও। আর বিভিন্ন বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং ও বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিত সিনহা সহ জেলার সরকারি আধিকারিকরা, এখন সবাই রীতিমতো আতঙ্কে।