ডিজিটাল ডেস্ক, জেলার খবর: পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কেটে গেছে তিন তিনটে বছর , কিন্তু এখনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয় নি প্যারা মিলিটারি (Paramilitary) ২০১৮ সালের পরীক্ষায় উত্তীর্ণদের ।
বৃহস্পতিবার সারা দেশের পাশাপাশি পশ্চিম বর্ধমানের কুলটি কেসিসি ময়দানে অবস্থান বিক্ষোভে সামিল হল প্যারা মিলিটারি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৫০ জন চাকরিপ্রার্থী।
বিক্ষোভকারীদের বক্তব্য ২০১৮ সালের প্যারা মিলিটারি ফর্ম ফিলাপ করে আমরা লিখিত পরীক্ষা সহ সব পরীক্ষায় পাস করেছি। কিন্তু তিন বছর পার হয়ে গেলেও এখন প্যারা মিলিটারি (Paramilitary) ফোর্সে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি।
এই নিয়োগের একটি বয়সের সময়সীমা রয়েছে ,ফলে নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়ায় অনেক পরীক্ষার্থীর নিয়োগের বয়স পেরিয়ে গিয়েছে। আবার অনেকের আগামী দিনে পেরিয়ে যাবে। তাই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আবেদন জানান চাকরিপ্রার্থীরা।