33.7 C
Durgapur
Monday, June 14, 2021

প্রার্থী অলোক মুখার্জির সমর্থনে পথসভা করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা

প্রার্থী অলোক মুখার্জির সমর্থনে পথসভা করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা

নরেশ ভকত, বাঁকুড়াঃ বৃন্দাবনপুর পঞ্চায়েতের আঠারো মাইলে বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক মুখার্জির সমর্থনে পথসভা করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 বিধানসভা নির্বাচনে বড়জোড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছেন ভূমিপুত্র অলোক মুখার্জীকে । শনিবার তার সমর্থনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই পথ সভা করলেন । যেখানে প্রায় এক হাজার তণমূল কর্মী-সমর্থক অংশগ্রহণ করেছিলেন ।

candidate Alok Mukherjee

এই মুহূর্তে

x