নরেশ ভকত, বাঁকুড়াঃ বৃহস্পতিবার মহালয়ায় ভোরে তর্পণ করতে মানুষের ভিড় বাঁকুড়ার রাজগ্রামের দ্বরকেশ্বর নদীর ঘাটে । পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় মহালয়ার ভোরে তর্পণ চলে দ্বরকেশ্বর নদীর ঘাটে।
সকাল থেকেই তর্পণের জন্য প্রচুর মানুষ ভিড় জমান। রীতি মেনে মহালয়ার ভোরে হাঁটুজলে দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল-জল অর্পণ করেন। এদিন দ্বারকেশ্বর নদে তর্পন করলেন তৃণমূল জেলা সভাপতি ও প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা (Shyamal Santra)।
তৃণমূল জেলা সভাপতি তথা প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন (Shyamal Santra), আজকে দ্বারকেশ্বর নদীতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার পাশাপাশি তৃণমূল ৫৬০০০ নেতা এবং কর্মীদের উদ্দেশ্যেও তিনি তর্পণ করেছেন। অকালে যাদের প্রাণ গিয়েছে , দলের সেই সকল কর্মীদের আত্মার শান্তি কামনা করেন তিনি।