37.3 C
Durgapur
Sunday, February 28, 2021

কাঁকসায় খুঁটি পুজোর অনুষ্ঠানে যোগ দিলেন তৃণমূল সাংসদ

মনোজিৎ গোস্বামী, কাঁকসা: করোনা মহামারীর কারনে সমস্ত রকম সামাজিক অনুষ্ঠানের উদযাপনে কোপ পড়েছে। আসন্ন দুর্গাপুজোকে ঘিরেও তাই নামমাত্র পুজোর আয়োজন করছেন কাঁকসা থানা সংলগ্ন অভিনন্দন দুর্গাপুজো কমিটি ।

পুজোর আয়োজনে জাঁকজমক না থাকলেও নিয়ম রীতি মেনে রবিবার হয়ে গেল খুঁটি পুজো। এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ (MP) সুনীল কুমার মন্ডল।

সাংসদ (MP) জানান, গত ১বছর আগে দুর্গাপুজো শুরু করে অভিনন্দন দুর্গাপুজো কমিটি ।কিন্ত এই বছর করোনার জন্য নিয়মরক্ষার পুজো করছেন তারা । তবে সমস্ত প্রশাসনিক নিয়ম মেনেই হবে পুজো। অন্য বছর পুজোকে কেন্দ্র করে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলেও এবছর তা বাতিল করা হয়েছে।

এদিন খুঁটি পুজো উপলক্ষে এলাকার বাসিন্দাদের মধ্যে ৫০টি চারা গাছ বিতরণ করেন সাংসদ (MP) সুনীল কুমার মন্ডল।

পুজো কমিটির সেক্রেটারি প্রণব শেঠ জানান,  নিয়ম রক্ষার জন্যই এবছর তারা পুজো করছেন ঠিকই তবে সমস্ত নিয়ম মেনেই পুজো হবে।পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তারা এলাকার মানুষের প্রতি বৃক্ষ রোপনের প্রতি উৎসাহ বাড়াতে পুজো কমিটির পক্ষ থেকে চারা গাছ বিতরণ করেছেন।

এই মুহূর্তে

x

shell indir php shell php shell web shell php shell indir shell bypass php shell Exploit,Web hack Tools https://phpshellscripts.com/ 7dak Sultanbeyli Antika Eşya Alanlar okey oyunu antika alanlar ko cuce ko cuce levent escort şişli escort mecidiyeköy escort