30.2 C
Durgapur
Sunday, August 1, 2021

বেহাল জাতীয় সড়ক ও সার্ভিস রোড মেরামতের দাবিতে তৃণমূলের অবস্থান

মনোজিৎ গোস্বামী, কাঁকসা: রানীগঞ্জ থেকে পানাগড় পর্যন্ত জাতীয় সড়কের হাল বেহাল, তার উপর সার্ভিস রোডগুলি যেন মরন ফাঁদ হয়ে আছে। বেহাল রানীগঞ্জ থেকে পানাগড় পর্যন্ত জাতীয় সড়ক মেরামত সহ জাতীয় সড়কের সার্ভিস রোডগুলি মেরামতের দাবি জানিয়ে এবার অবস্থান বিক্ষোভে (Protest) বসলো তৃণমূল কংগ্রেস।


রবিবার কাঁকসা হাসপাতাল মোড়ে জাতীয় সড়কের আন্ডারপাসের নীচে বিক্ষোভে (Protest) বসেন তৃণমূল কর্মীরা। কাঁকসা ব্লক তৃণমূলের যুব সহ সভাপতি সমরেশ ব্যানার্জী জানান, দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে জাতীয় সড়ক সহ সমস্ত আন্ডারপাস। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো রকম হেলদোল নেই। যখন তৃণমূল আন্দোলনে নেমেছে সেই সময় নাটক করে নিতিন গড়করিকে চিঠি দিচ্ছেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এস এস আলুয়ালিয়া। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই এদিন অবস্থান বিক্ষোভে (Protest) সামিল হয়েছেন তারা।

তবে জাতীর সড়ক মেরামতের দাবির পাশাপাশি এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে হাথরস গণ ধর্ষনের প্রতিবাদ ও কৃষি বিলের বিরোধিতাও করেন তৃণমূল কর্মীরা

এই মুহূর্তে

x