ডিজিটাল ডেস্ক, জেলার খবর: কেন্দ্রীয় সরকারের প্রতি বঞ্চনা ও বিভাজনের রাজনীতির অভিযোগ এনে প্রতিবাদ সভার আয়োজন করল তৃণমূল (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর ৩ নং ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এই কর্মসূচি নেওয়া হয়।
দুর্গাপুরের এসবিএসটিসি গ্যারাজ মোড়ে অনুষ্ঠিত হয় তৃণমূলের (TMC) ধিক্কার সমাবেশ। সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা INTTUC সভাপতি ও পশ্চিম বর্ধমান জেলা কো-অর্ডিনেটর বিশ্বনাথ পারিয়াল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রুপেশ যাদব সহ ব্লক তৃণমূল (TMC) নেতৃত্ব সহ দুর্গাপুরের কাউন্সিলররা।