নরেশ ভকত, বাঁকুড়াঃ বিধানসভা ভোটকে মাথায় রেখে জেলা জুড়ে প্রতিবাদ, মিছিল করে তৃণমূল সরকারের বিরুদ্ধে ঝাঁপাচ্ছে প্রতিপক্ষ বিজেপি। যে কৃষি বিলকে হাতিয়ার করে রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে তুলছে তৃণমৃল, সেই কৃষি বিলের সমর্থনে জেলায় জেলায় মিছিল করে এই বিলের উপকারিতা বোঝাচ্ছেন বিজেপির কর্মকর্তারা।
পিছিয়ে নেই তৃণমূলও , বিজেপিকে টেক্কা দিতে আগামী ৪ অক্টোবর সোনামুখী শহরে মহামিছিলের (Mega Rally) ডাক দিল সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।
দলীয় সূত্রে খবর , সেদিনের মিছিলে (Mega Rally) পা মেলাবেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় । আর সেই মিছিলে (Mega Rally) প্রস্তুতি হিসেবে আজ সোনামুখী শহরের অডিটোরিয়াম হলে ব্লকের ১০ টি পঞ্চায়েতের কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল । এদিনের কর্মী সম্মেলনে প্রায় ৭০০ তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেন ।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিক্রম চ্যাটার্জী , সোনামুখী ব্লক সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায় , সোনামুখী ব্লক সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , জেলা কমিটির সদস্য ইউসুফ মন্ডল , সজল সাহা সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।