নরেশ ভকত, বাঁকুড়াঃ বর্তমান সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঊর্ধ্বমুখী আলুর দাম (Price) । সাধারণ মানুষকে চড়া দামে আলু কিনতে হচ্ছে। বিভিন্ন খোলাবাজারে আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে । সেই দামকে (Price) নিয়ন্ত্রণে আনতে বাঁকুড়া কৃষি বিপনন দপ্তরের আধিকারিকরা সোমবার হানা দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর বাজারে।
বিক্রেতারা কত দামে আলু বিক্রি করছেন বা ক্রেতারাই বা কত দামে আলু কিনছেন, তা সরেজমিনে দেখতে বাঁকুড়া কৃষি বিপণন আধিকারিক আকবর আলি কন্দর নিজে বিষ্ণুপুর বাজারে অভিযান চালান। সঙ্গে ছিলেন অন্যান্য কর্মীরা।
কৃষি বিপণন আধিকারিক আকবর আলি কন্দর জানান, আজকে আমরা সতর্ক করলাম বিক্রেতাদের। যদিও কারোর বিরুদ্ধে এদিন ব্যবস্থা নেওয়া হয় নি। তবে আগামী দিনে যারা বেশি দামে (Price) বিক্রি করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ।
এদিনের পরিদর্শনের পর বেশ কিছু অসঙ্গতি নজরে পরে প্রশাসন আধিকারিকদের। আগামীদিনে সেগুলির বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। বিষ্ণুপুর বাজারের পর জয়পুর , কোতুলপুর বাজারেও চলে কৃষি বিপণন দপ্তরের অভিযান।