17.5 C
Durgapur
Thursday, January 28, 2021

সপরিবারে করোনা আক্রান্ত কোয়েল

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: টলিউডের অন্দরেও প্রবেশ করল করোনা । এবার করোনা (Corona) আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক । শুক্রবার টুইট করে এই খবর জানালেন অভিনেত্রী স্বয়ং। তবে শুধু কোয়েল একাই নন করোনা (Corona) আক্রান্ত অভিনেত্রীর বাবা অর্থাৎ অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক ও স্বামী নিসপাস সিং রানে । এই মুহূর্তে তারা সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ।


জানা গেছে , সপ্তাহ খানেক আগেই জ্বর, হালকা সর্দি,কাশি হযেছিল । তবে তেমন কোনও বড় সমস্যা ছিল না। দুদিন আগেই তাদের করোনা (Corona) পরীক্ষা করা হয়, আজ তার রিপোর্ট আসতেই দেখা যায় পরিবারের ৪ সদস্যই করোনা পজিটিভ ।

সম্প্রতি মা হয়েছেন কোয়েল , তার পরেই এই করোনা সংক্রমণের খবরে চিন্তিত অভিনেত্রীর ভক্তরা । সকলেই অভিনেত্রী ও তার পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেছে । কোয়েলের করোনা সংক্রমণের খবর পেয়ে সুস্থতা কামনা করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, জিৎ, যশ, অভিনেত্রী জয়া এহসান, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় সহ অনেকেই ৷

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce