29 C
Durgapur
Monday, August 2, 2021

ক্যানেলের পাশে অজগর ( python) দেখতে পেয়ে খুশি পর্যটকরা

ক্যানেলের পাশে অজগর (python) দেখতে পেয়ে খুশি পর্যটকরা

জলপাইগুড়ি::ক্যানেলের পাশে অজগর(python) দেখতে পেয়ে খুশি পর্যটকরা।। রবিবার বিকেলে গাজলডোবা যাওয়ার পথে ক্যানেলের পাশে জঙ্গলে একটি বিশাল আকৃতির অজগর সাপ ছাগল খাওয়ার চেষ্টা করে।। কিন্তু ছগলটিকে খেতে পারেনি অজগর সাপটি। পরে মৃত অবস্থায় ছগলটিকে দেখতে পাওয়া যায়। বিষয়টি নজরে আসে সেই রাস্তা দিয়ে চলতে থাকা বেশ কিছু পর্যটকের। একে একে ভিড় জমতে শুরু হয় রাস্তায়।। উৎসাহি পর্যটকেরা অজগরটিকে দেখে তাদের স্মার্ট ফোনে ছবি তুলতে দেখা যায়। রীতিমতো ভিড় জমতে থাকে আজগর সাপকে দেখে। অনেক পর্যটক জানান,, তারা আগে কোনোদিন দেখেননি অজগর। বিশাল আকৃতির অজগর দেখে অনেকেই খুশি প্রকাশ করেছেন।। পরে অবশ্য অগজর সাপটি ক্যানেলে নেমে চলে যায়। স্থানীয় সূত্রে খবর পরে বিষয়টি বনদপ্তর কে জানানো হয় ।

এই মুহূর্তে

x