25 C
Durgapur
Saturday, January 16, 2021

নামছড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা , মৃত ১

নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত নামছড়া গ্রামে মর্মান্তিক (Tragic) পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বৃহস্পতিবার দুপুরের ঘটনা।

একটি পাথর বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী মহিলার । মৃতার নাম উমা পাত্র, বয়স ৪২। গেলিয়া গ্রামের বাসিন্দা। এদিন দুপুরে স্বামী উত্তম পাত্রের সঙ্গে কর্মসূত্রে বিষ্ণুপুর গিয়েছিলেন উমা দেবী । বিষ্ণুপুর থেকে কোতুলপুরের দিকে যাওয়ার পথে রাস্তার ধারে পাথর থাকায় নামছড়ায় হঠাৎই দাঁড়িয়ে পড়েন বাইকচালক উত্তমবাবু । সেই সময় বিষ্ণুপুর থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটে দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী পাথরবোঝাই গাড়ির টিকে সাইড দেওয়ার জন্য হঠাৎ ব্রেক কষেন। যার ফলে বাইকটি স্লিপ করে পরে যায়, সেই সময় ঘটে দুর্ঘটনা।

ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন মৃতদেহটিকে ঘিরে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় ও পথ অবরোধ করে। তারপর জয়পুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

এই মুহূর্তে

x