27.2 C
Durgapur
Saturday, January 23, 2021

কাজের দাবিতে সাব-স্টেশনের গেটের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

উদয় সিং, আসানসোল, জেলার খবর : কাজের দাবিতে ডি.ভি.সি সাব স্টেশনের গেটের সামনে স্থানীয় বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে বিক্ষোভ (protest) প্রদর্শন করল।বিক্ষোভকারীদের অভিযোগ ডি.ভি.সি সাব স্টেশনে জি. ই ইলেকট্রিক্যাল নামক প্রাইভেট কোম্পানি গত ৮মাস ধরে ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ও সুইচইয়ার্ড নির্মাণের কাজ করছে।কোম্পানি কর্তৃপক্ষের উপর অভিযোগ তারা স্থানীয় একজন ব্যাক্তিকেও কাজের সুযোগ দেয়নি। সমস্ত কাজকর্মই বাইরের থেকে মজদুর এনে করান হচ্ছে।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিজয় সিং বলেন ‘কোম্পানি কর্তৃপক্ষকে সর্বপ্রথম স্থানীয় বেকার যুবকদের কাজ দিতে হবে।এই দাবি নিয়ে আমরা আজ ডি.ভি.সি সাব স্টেশন গেটের সামনে বিক্ষোভ (protest) প্রদর্শন করি,বিক্ষোভের খবর পেয়ে জি. ই ইলেকট্রিক্যাল নামক বেসরকারি কোম্পানি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলেন,এবং আশ্বাস দেন আগামী মঙ্গলবার সমস্ত দাবিদাবা নিয়ে একটি বৈঠক করা হবে।তারপর আমাদের তরফে কোম্পানি কর্তৃপক্ষকে জানানো হয় যতক্ষণ আমাদের দাবি মঞ্জুর না করা হয় ততক্ষণ পর্যন্ত কোম্পানির কাজ বন্ধ রাখতে হবে।’

[আরও পড়ুন : করোনা সংকট: বিয়ে করা হল না পর্ন ষ্টার মিয়া খলিফার ]

এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন অনুজ সিং,রাম মিশ্র,সানোজ সিং,ধর্মেন্দ্র রায়,উমাপদ মির্ধা,চিন্টু সিং সহ আরও অনেকে।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce