30.7 C
Durgapur
Sunday, June 13, 2021

কখনো অ্যাম্বুলেন্স নিয়ে, কখনো শববাহী গাড়ি নিয়ে নজির গড়লেন দুই নারী (women)

কখনো অ্যাম্বুলেন্স নিয়ে, কখনো শববাহী গাড়ি নিয়ে নজির গড়লেন দুই নারী(women)

জলপাইগুড়ি: যখনই প্রয়োজন পৌঁছে যাচ্ছেন ওরা। কখনো অ্যাম্বুলেন্স নিয়ে, কখনো শববাহী গাড়ি চালিয়ে। করোনা কালে জলপাইগুড়িতে নজির গড়লেন দুই নারী (women)। দেবশ্রী ভট্টাচার্য, গীতা থাপা শববাহী গাড়িতে শ্মশান পর্যন্ত করোনার মৃতদেহ শ্মশানে নিয়ে যাচ্ছেন।
কথায় আছে, যে রাধে, সে চুলও বাধে। জলপাইগুড়ি শহরে বিউটি পার্লার রয়েছে দেবশ্রী ভট্টাচার্যর। করোনার কারণে আপাতত সেটি বন্ধ। গাড়ি চালানোর অভিজ্ঞতা দীর্ঘ দিনের। সেই অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে শহরের একটি সেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্স এবং শববাহী গাড়ির দায়িত্ব নিজের হাতে তুলে নেন দেবশ্রী দেবী। সঙ্গী হন শহরের নতুন পাড়ার বাসিন্দা গৃহবধূ গীতা থাপা। দুজনে মিলে অ্যাম্বুলেন্সে করে করোনা আক্রান্ত কে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন আবার কখনো শববাহী গাড়ি করে মৃতদেহ নিয়ে যাচ্ছেন শ্মশানে। বুধবার রাতে শহরের রাজবাড়ি পাড়ার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু হয় বলে দাবি। গভীর রাতে দু’টি মৃতদেহ শববাহী গাড়িতে করে মাসকালাইবাড়ি শ্মশানে পৌঁছে দিলেন দুই মহিলা।

এই মুহূর্তে

x