33 C
Durgapur
Saturday, April 17, 2021

ফের অসুস্থ অমিত শাহ

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ফের অসুস্থ অমিত শাহ (Amit Shah)। বুকে ইনফেকশন নিয়ে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী । গতকাল রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর , বর্তমানে স্থিতিশীল রয়েছেন অমিত শাহ (Amit Shah) । আগামী ২৪ ঘন্টা তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষনে রাখা হবে।

সম্প্রতি করোনা আক্রান্ত হন অমিত শাহ (Amit Shah) । বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । গত শুক্রবারই করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন । নিজের সুস্থতার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী । ধন্যবাদ জানিয়েছিলেন হাপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শ মেনে হোম আইসোলেশন ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী (Amit Shah) । এরই মধ্যে ফের অসুস্থ বোধ করায় সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

এই মুহূর্তে

x