ডিজিটাল ডেস্ক, জেলার খবর: সস্ত্রীক করোনা (Covid-19) আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। শুক্রবার সকালে টুইট করে একথা জানান প্রেসিডেন্ট নিজেই।
ট্যুইটে মার্কিন প্রেসিডেন্ট (US President Donald Trump) লেখেন , আমি আর মেলানিয়া কোভিডে আক্রান্ত । তারপরই আমরা কোয়ারেন্টাইনে গিয়েছি। চিকিৎসাও শুরু হয়েছে। দু’জনে একসঙ্গেই এর থেকে মুক্তি পাব ।
সম্প্রতি করোনা আক্রান্ত হন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিকস। বৃহস্পতিবার রাতে ট্যুইট করে সেই কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট (US President Donald Trump)লিখেছিলেন, হোপ হিকস করোনায় আক্রান্ত হয়েছেন। সেই কারনে তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি নমুনাও পরীক্ষা করিয়েছেন ।
শুক্রবার রিপোর্ট এলে জানা যায় তাঁদের দুজনের নমুনা পরীক্ষার ফল পজিটিভ।
মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির করোনা সংক্রমণের খবর পাওয়ার পরেই ট্যুইট করে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।