31.3 C
Durgapur
Monday, July 26, 2021

হাসপাতালের বাইরেই পরে রয়েছে ব্যবহৃত পিপিই কীট, হুশ নেই প্রশাসনের

স্টাফ রিপোর্টার, জেলার খবর, কাঁকসা : পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে পরে রয়েছে ব্যবহার করা পি পি ই কীট (ppe kit)।আর তার জেরেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। সোমবার সকালে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে পানাগড় বাইপাশের ধরেই পি পি ই কীট (ppe kit) পরে থাকতে দেখেন স্থানীয়রা।ব্যবহার করা পি পি ই কীট পরে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ প্রশাসন এই বিষয়ে নজর দিচ্ছে না তার জন্যই এম্বুলেন্সের চালকরাই এই সমস্ত কাজ করে। পথ চলতি মানুষ থেকে ছোট ছোট শিশুরা এগুলো হাত দিলে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়।

করোনা ভাইরাস চড়ানোর আশংকা যতই থাকুক না কেন, এ বিষয়ে অবশ্য কোন রকমের হেলদোল নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষের।

এই মুহূর্তে

x