17.3 C
Durgapur
Monday, January 25, 2021

যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট,মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আতঙ্ক

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা নামক মারণ ভাইরাসের সঙ্গে যুঝছে গোটা বিশ্ব । দেশেও ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। রাজ্যের পরিস্থিতিও উদ্বেগজনক। এরই মধ্যে চরম অব্যবস্থা ধরা পড়ল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । করোনা রুখতে প্রশাসনের তরফে সতর্কতা মেনে চলার হাজারো পরামর্শ দেওয়া হলেও তার ছিটেফোঁটাও চোখে পড়ল না মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

কারণ, হাসপাতালের যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই (PPE) কিট। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অসচেতনতার অভিযোগ এনেছেন স্থানীয়রা। রাজ্য জুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝে মালদা হাসপাতালের এই ছবি আতঙ্ক আরো বাড়িয়েছে । হাসপাতাল চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই (PPE) কিট , ব্যবহার করা সিরিঞ্জও।

এর থেকে সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়েছে রোগীর পরিবার ও স্থানীয়দের। ঘটনার খবর পাওয়ার পরই ইংরেজবাজার পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর সদস্যও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce