29 C
Durgapur
Monday, August 2, 2021

সোনামুখী বিধানসভা ভোট পরবর্তী হিংসা (Violence)অব্যাহত

সোনামুখী বিধানসভা ভোট পরবর্তী হিংসা (Violence)অব্যাহত

নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়া সোনামুখী বিধানসভা ভোট পরবর্তী হিংসা (Violence)অব্যাহত।গতকাল সোনামুখী বিধানসভা পাত্রসায়র ব্লকের বীরসিং অঞ্চলের কাকাটিয়া বুথের বিজেপির বুথসভাপতির বাড়িতে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ করেন, এ হামলায় গুরুতর আহত হয়েছেন বুথ সভাপতির বাবা-মা সহ বেশ কয়েকজন, তৃণমূলের সন্ত্রাসের ফলে ছাড় পেল না বয়স্ক মা বাবাকেও। ঘটনাটি ঘটেছে ঠিক রাত্রি সাড়ে দশটায়। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা। খবর দেয়া হয় পাত্রসায়র থানা ঘটনাস্থলে পাত্রসায়ের থানার পুলিশ এসে পৌঁছায়। এর সাথে সাথে খবর দেয়া হয় সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘুরামী কে খবর পাওয়া মাত্র সোনামুখী বিধানসভার বিধায়ক রাত্র এগারোটার সময় পাত্রসায়ের হসপিটালে পৌঁছে যায়। তৃণমূলের সন্ত্রাসের কবলে পড়ে এতটাই বিজেপি কর্মীরা আহত হয়েছেন পাত্রসায়ের হসপিটাল এ অবস্থার অবনতি ঘটলে তাদের তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

এই মুহূর্তে

x