27.4 C
Durgapur
Monday, June 21, 2021

‘আমরা এখন তিনজন’ সুখবর শেয়ার করলেন বিরুষ্কা

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করিনা কাপুর খানের পর এবার সুখবর শোনালেন বলিউডের আরো এক সেলেব্রিটি কাপল । মা হতে চলেছেন অনুষ্কা শর্মা(Anushka Sharma)। বৃহস্পতিবার সকালেই নিজেদের জীবনে নতুন অতিথি আসার খবরের কথা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করেছেন বিরাট কোহলি(Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক (Virat Kohli)। লিখেছেন, “আর তারপর, আমরা এখন তিনজন, সে আসছে ২০২১-এর জানুয়ারিতে।” একই ছবি শেয়ার করেছেন অনুষ্কাও। ছবিতে কালো পোশাক পরে বিরাটের সঙ্গে পোজ দিয়েছেন অনুষ্কা । ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে অনুষ্কার বেবি বাম্প।

করোনা পরিস্থিতির কারনে ২০২০-র প্রথম থেকেই মানুষ নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিনেমার শ্যুটিং, খেলাধুলা, ক্রিকেট ম্যাচ সবকিছু। তাই বিশেষ ক্যামেরার সামনে দেখা যায়নি গ্ল্যামারাস এই জুটিকে। তবে এদিন নিজেরাই এই সুখবর শেয়ার করেন । নতুন বছরেই আসতে চলেছে নতুন অতিথি । এই সুখবরকে ঘিরে অভিনয় ও ক্রিকেট দুই জগতেই খুশির হাওয়া । অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় আপ্লুত বিরুষ্কা ।

এই মুহূর্তে

x