28 C
Durgapur
Friday, May 7, 2021

জলকষ্টে ভুগছে দুর্গাপুর, তখন কাঁকসায় অপচয় হচ্ছে জল !

নিজস্ব প্রতিনিধি , কাঁকসা: একদিকে যখন দুর্গাপুর শহর জুড়ে তীব্র জল (Water) কষ্ট , তখন কাঁকসার আমানিডাঙায় নজরদারির অভাবে অপচয় হচ্ছে পানীয় জল। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের অধীনে কাঁকসার আমানি ডাঙায় নিত্য দিন একইভাবে জলের অপচয় হয় বলেই জানা যায়।

কাঁকসা ব্লকের পাশেই দুর্গাপুর শহর যেখানে গত ৩ দিন ধরে দেখা দিয়েছে পানীয় জলের (Water) সমস্যার । অন্যদিকে কাঁকসার অমানিডাঙ্গায় প্রশাসনের নজরদারির অভাবে নষ্ট হচ্ছে পানীয় জল (Water) , অভিযোগ স্থানীয়দের।

এই প্রসঙ্গে কাঁকসা গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিং জানিয়েছেন কোনো কারণে কলের মুখ নষ্ট হয়ে গেছে, তাই এই বিপত্তি । স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়ে দ্রুত যাতে পানীয় জল (Water)অপচয় বন্ধ করা যায় তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।

এই মুহূর্তে

x