31.3 C
Durgapur
Monday, July 26, 2021

পুজোর আগে করোনার বেলাগাম গতি চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও রাজ্যের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ছবি। পুজো যত এগিয়ে আসছে ততই দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ

শনিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৬৫ জন ৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩,৭৭১ জন ৷ প্রতিদিন যে গতিতে (Speed) আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে আক্রান্তের সংখ্যা চার হাজার পেরতে বেশি সময় লাগবে না। সংক্রমণের পরিসংখ্যান বাড়লেও কমছে সুস্থতার হার , যা উদ্বেগের।

নতুন এই পরিসংখ্যানের পর বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ১৭ হাজার ৫৩ জন ৷ গত ২৪ ঘন্টায় ৬১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কলকাতায় ১৩ জন, উত্তর ২৪ পরগনায় ১৯ এবং হাওড়ায় মৃত্যু হয়েছে ৫ জনের। এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৯৩১ জন।

পুজোর আগে করোনার এই গতি (Speed) ভাবাচ্ছে প্রশাসনকেও। এমন পরিস্থিতি চলতে থাকলে পুজো পরবর্তীতে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা।

এই মুহূর্তে

x