24.9 C
Durgapur
Tuesday, April 20, 2021

বিষ্ণুপুরে পোড়ামাটির হাট সংলগ্ন জঙ্গলে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

নরেশ ভকত, বাঁকুড়াঃ ঝুলন্ত অবস্থায় এক মাঝ বয়সী মহিলার মৃতদেহ উদ্ধারকে (Hanging Body Recover)কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিষ্ণুপুর শহরের পোড়ামাটির হাট সংলগ্ন জঙ্গলে । মৃত মহিলার নাম রিনা দত্ত । বয়স ৫৫ বছর । বাড়ি বিষ্ণুপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকায় ।

স্থানীয়রা জানান , রবিবার ওই মহিলার ঝুলন্ত দেহ (Hanging Body Recover) তারাই প্রথম দেখেন । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা আত্মঘাতী হয়েছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য ? পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ । যদিও স্থানীয়দের অনুমান, পারিবারিক অশান্তির জেরে সম্ভবত আত্মঘাতী হয়েছেন ওই মহিলা । ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই মুহূর্তে

x